ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আকাশী বিলে টর্নেডোর থাবা


প্রকাশিত:
৭ মে ২০২৫ ২১:২৪

৬ মে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ২ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে, বলে জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে তারা ভয় পেয়ে যান। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকাল ১০ ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।