ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রৌমারী উপজেলাতে ভারতীয় ২৮ বোতল মদসহ চোরাকারবারিকে আটক


৫ মে ২০২৫ ২০:৪২

আপডেট:
৬ মে ২০২৫ ০০:০৮

কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভারতীয় ২৮ বোতল মদসহ জাইদুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ২টার দিকে রৌমারী উপজেলার মির্জাপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী জাইদুল ইসলাম রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকার মিজাল হোসেনের ছেলে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বসতবাড়ির ঘরের এক কর্ণারে মাটিতে পুতে রাখা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ জাইদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান আরও বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।