ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


শুভ উদ্বোধন হলো স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়


৩ মে ২০২৫ ১৩:৫০

আপডেট:
৪ মে ২০২৫ ০৩:৫১

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টায় স্বরূপকাঠির ঐতিহ্যবাহী ইন্দ্রেরহাট বন্দরে স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ফজলুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ক্লাবের সম্মানিত সভাপতি এম ইসলাম জাহিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ থানার এসআই প্রকাশ বাবু, সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, কার্যনির্বাহী কমিটির সদস্য- আব্দুল্লাহ আল মামুন, গোলাম রব্বানী, ডা: আমিন মোল্লা।

অনুষ্ঠানে স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা স্বচ্ছ সাংবাদিকতা, তথ্যের নির্ভুলতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ফজলুল হক বলেন, এই সংগঠন শুধু একটি সংগঠনই নয় এটা মানুষের কল্যানে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সহযাত্রী হিসেবে কাজ করে সাধারণের মাঝে আস্থা অর্জনের মাধ্যমে দেশকে/ দেশের মানুষকে ভাল কিছু উপহার দেওয়ার প্রত্যায়ে সকলে মিলে মিশে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের নানান কল্যানমূখী কাজে অংশগ্রহণ করে সরকার,দেশ, জাতির সহযোগিতাকল্পে একাগ্রচিত্তে কাজ করতে পারলে আমাদের এই সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে বলে আমি মনে করি। এ ব্যাপারে আমার এবং প্রশাসনিক সকল সহযোগিতা থাকবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ অতিথি এসআই প্রকাশ বাবু বলেন, আপনারা গনমাধ্যমকর্মীরা আমাদের তথা পুলিশ প্রশাসনের পরিপুরক। সংবাদকর্মীদের সঠিক তথ্যের ভিত্তিতে আমাদের প্রশাসনিক কাজে সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা তৈরি হয়। থানা পুলিশ এবং প্রশাসন সাংবাদিকদের উপর যথেষ্ট আস্থাশীল। তাই আপনারা সবসময় দেশের স্বার্থে আইন প্রশাসনের স্বার্থে আমাদের পাশে থাকবেন এবং আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকবো ইনশাআল্লাহ। কারন সাংবাদিক হচ্ছে জাতির দর্পণ, পুলিশ প্রশাসনের পরিপূরক।

উপস্থিত সকলে উদ্বোধনী এই আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এসময় স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সিনথিয়া মৌরিন নিপা, তুহিন আহসান, বদরুজ্জামান সুজন, দেলোয়ার হোসেন লিটন, আবু রায়হান সোহেল, মৃনাল কান্তি চক্রবর্তী, মনির হোসেন, ফোরকান আলী, হাওলাদার, মাহমুদুল হাসান মিলন, মাসুম বিল্লাহ, ইশরাত জাহান, তাওহীদুল ইসলাম, মোঃ ওবায়দুল, মোঃ রাসেল।