ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


শেরপুরের তারাকান্দীতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক জনের মৃত্যু


১ মে ২০২৫ ২৩:৫৪

আপডেট:
২ মে ২০২৫ ২০:২২

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দী গ্রামের কাজীমদ্দীর স্ত্রী ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় নলকূপে পানি নিতে গেলে সেই নলকূপ পূর্বে থেকেই বিদ্যূৎ সংযোগ থাকায় তিনি পানি নেওয়ার জন্য নলকূপে চাপ দিলে তিনি সেখানেই মৃত্যু বরন করার পর মাটিতে পড়ে যায়। তারপর তার স্বামী তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

তারাকান্দী এলাকার স্থায়ী বাসিন্দা ও নিহতের ভাই দুলাল মিয়ার কাছ থেকে জানা যায় নিহতের নাম তারা বানু (৬০) । তার দুটি ছেলে রয়েছে। বড় ছেলের নাম আজিমদ্দী ও ছোট ছেলের নাম বকুল মিয়া। তারা দিন মজুরি কাজ করে । নিহতের লাশ তারাকান্দী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।