পদ্মা নদী থেকে আকাশের দিকে পানির স্তম্ভ, কী ঘটেছিল?

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদী থেকে আকাশের দিকে পানির স্তম্ভ ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় একটি ইট ভাটার সন্নিকটে পদ্মা নদীতে ঘটনাটি ঘটে। সেইসাথে পদ্মা নদীর ভেড়ামারা উপজেলার কিছু অংশেও দেখা যায় এ দৃশ্য।
স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, পদ্মা নদী থেকে আকাশের দিকে পানির স্তম্ভ উঠেছে। সচরাচর এমন দৃশ্য চোখে না পড়ায় শুরুতে অনেকেই উৎসাহের সাথে উপভোগ করতে থাকে। কিন্তু পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে। বিকেলের দিকে হঠাৎ পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে সবাই ভীত হয়ে পড়েন। এ সময় মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে ফেসবুকে পোস্ট করলে খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, পানি ওপরে উঠে যাওয়ার ঘটনাটি ছিল মূলত একটি টর্নেডো, যা দক্ষিণ-এশিয়ায় সচরাচর দেখা যায় না। ফলে খুব দ্রুত কৌতূহলী হয়ে পড়ে মানুষ। তবে টর্নেডোটি আকারে ছোট হওয়ায় এবং নদী এলাকা দিয়ে অতিবাহিত হওয়ায় কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।