ছাত্রনেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে কক্সবাজার উত্তর জেলা ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ সম্পন্ন

আজ ২৯ এপ্রিল কক্সবাজার উত্তর জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা এনামুল হকের সঞ্চালনায় কক্সবাজার উত্তর জেলা সভাপতি ছাত্রনেতা শাহজাদা মুহাম্মাদ আবুল হাশেম শাহ্ এর সভাপতিত্বে ছাত্র নেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চকরিয়ায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ।
এতে প্রধান অতিথি ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন খালেদ, প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবসেনা সভাপতি যুবনেতা আব্দুল হাকিম, পেকুয়া উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আলী আজম, প্রবাসী সাইফুল সাইফুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত কক্সবাজার উত্তর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইবুল ইসলাম নূরী,উত্তর জেলা ছাত্রসেনা সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ছাত্রনেতা মাওলানা ফারমান আলী বদরী, চকরিয়া মগবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা বেলাল উদ্দিন ছিদ্দিকী, মাওলানা নোমান শিবলী, নূর হোসেন সওদাগর, উত্তর জেলা ছাত্রসেনা সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম,মোঃ আরিফ, ছাত্রনেতা আবু মূছা সহ জেলা উপজেল বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।