ঢাকা মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


রাউজানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


২৮ এপ্রিল ২০২৫ ২২:৪১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৫:০৩

"দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই"। এ প্রতিপাদ্য নিয়ে আইনগত সহায়তা দিবস ২৫ উপলক্ষে আজ ২৮ এপ্রিল চৌকি আদালত বিশেষ কমিটির উদ্যোগে ব্যালি ও আলোচনা সভা রাউজান আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও রাউজান আদালতের সিনিয়র সহকারী জজ এস এম মুসলেহ উদ্দিন মিজান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অং সিং মারমা। বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তফা জাবেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন.আইনজীবী সমিতির সভাপতি এড:আলহাজ্ব নুর আহমদ.সাধারণ সম্পাদক এড:গোলাম সরোয়ার,রাউজান থানার তদন্ত কর্মকর্তা নিজাম উদ্দিন দেওয়ান, ডা:শান্তনো পালিত, এড:সুজিৎ কুমার সরকার.সমির কান্তি দে, মজিবুর রহমান, আলহাজ্ব হারুনর রশিদ, মিজবাহ উদ্দিন, শাবলো কুমার, লিটন আচার্য, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও হামেদ হাসান প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চলানায় ছিলেন এড.মুজিবুর রহমান।