ঢাকা মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন


২৮ এপ্রিল ২০২৫ ২২:৩৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৫:০১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের নিয়োগ বানিজ্য, বিভিন্ন নামে বেনামে টাকা উত্তোলন করে সর্বমোট ৫৯ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও দাতা সদস্যবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মোক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো ; শাহীন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য কে. বি বশির উল্যা।

সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাক্তার মোক্তার হোসেন বলেন, প্রধান শিক্ষক ইউনুস নবী ইতোপূর্বে দূর্ণীতির দায়ে গ্রেফতার হয়। তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। করোনা মহামারীর সময় সরকারের ফিরিয়ে দেয়া শিক্ষার্থীদের ফরম ফিলামের টাকাও শিক্ষার্থীদের ফিরিয়ে না দিয়ে তিনি আত্মসাৎ করেন। এছাড়াও বিদ্যালয় তহবিলের জমাকৃত ১৬ লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের ব্যক্তিগত এ্যাকাউন্টে জমা দেন। তাই অবিলম্বে ইউনুস নবীর দূর্ণীতির বিচারসহ বিদ্যালয় থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানাচ্ছি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক আবদুল আলী বলেন,ইউনুস নবী ২০১৫ সাল থেকে দূর্নীতি করে আসছে, সে স্কুলের তহবিল থেকে ৫৯লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার কারনে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা তার পদত্যাগ দাবি করছি।

স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বলেন, আমাদের হেড স্যার অনেক দূর্নীতি করেছে, আমরা কিচ্ছু চাইনা,আমরা শুধু হেড স্যারের পদত্যাগ চাই।