বেলকুচিতে এসএসসি পরীক্ষায় অপেক্ষমান পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ করেন উপজেলা ও পৌরসভা ছাত্রদল

সিরাজগঞ্জের বেলকুচিতে সারা দেশের ন্যায় এস এস সি ও সমমান পরীক্ষায়, চালা বাস স্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী আলহাজ্ব ছিদ্দিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএস সি পরীক্ষার পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানিও স্যালাইন বিতরণ করেন বেলকুচি উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
২১ এপ্রিল রোজ সোমবার দুপুর১২ ঘটিকার সময় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় বেলকুচিতেও এই কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচন্ড গরম আর মানুষের ভিড়ে অভিভাবকরা যখন ক্লান্ত হয়ে পড়েছেন তখন এই সামান্য বিশুদ্ধ পানি আর স্যালাইন পেয়ে অনেকটাই স্বস্তি বোধ করেছেন অভিভাবকরা।
তারা বলেছেন এ ধরনের উদ্যোগ আমরা বিগত দিনে দেখি নাই যারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানায়।
বেলকুচি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব রিজন আহমেদ বিজয় এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম রানা সদস্য সচিব বেলকুচি উপজেলা ছাত্রদল, শাহরিয়ার আহমেদ আহবায়ক বেলকুচি পৌরসভা ছাত্রদল, রাশেদুজ্জামান রাব্বি সদস্য সচিব বেলকুচি পৌরসভা ছাত্রদল, শাহিন রেজা সিনিয়র যুগ্ন আহবায়ক বেলকুচি পৌর ছাত্রদল, তারেক আরফান সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ছাত্রদল, আতিকুর রহমান সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ছাত্রদল, বুলবুল আহমেদ ভূঁইয়া সদস্য সচিব বেলকুচি সরকারি কলেজ ছাত্রদল রোমান রিয়াদ যুগ্ন আহবায়ক বেলকুচি সরকারি কলেজ ছাত্রদল। এ সময়ে আরো বেলকুচি উপজেলা পৌরসভা ও কলেজ শাখার ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।