ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী’ অভিযানে ২৪ ঘন্টায় ৩১ জন আওয়ামীলীগ নেতাকর্মী গ্রেফতার


২১ এপ্রিল ২০২৫ ১৬:৫০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৬:৫০

জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

সোমবার সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দলটির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ পদে থেকে পূর্বে বিভিন্ন সময় সন্ত্রাসী ও অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরী উপজেলার শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইসাহক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ শাকিল (৩৫), এবং গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম (৪০)।

এছাড়াও রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শিক্ষক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সাবেক সদস্য ফরহাদ হোসেন মোল্লা, মোগলবাসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ ও কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রয়েছেন।

রাজারহাট, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলা থেকেও বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা শাখার ওসি বজলার রহমান বলেন, “নাশকতা প্রতিরোধে জেলায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ৩১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা অস্থিতিশীলতা তৈরির সহযোগী ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”