ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


ধর্ষণের পর নারীকে হত্যার অভিযোগ


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫ ১৫:৪২

ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর এক নারীকে (৪৯) হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেমানা গ্রামে এ ঘটনা ঘটে। আর রোববার রাতে সদরপুর থানার ওসি নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে দুই সহযোগীকে নিয়ে মোমরেজ ওই নারীর বাড়িতে যান। সেখানে তারা আড্ডা দেন। একপর্যায়ে ওই নারীকে ডেকে নেন। পরবর্তীতে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায় তারা।

মৃত নারীর নাতনি বলেন, ‘নানির অসুস্থতা দেখে আমি চিৎকার করি। পরে প্রতিবেশীরা ছুটে আসে। নানিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, মৃত নারীর স্বামীর তিনজন স্ত্রী ছিলেন। ভুক্তভোগী তার তৃতীয় স্ত্রী। মোমরেজ খালাসীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল বলে জানিয়েছে প্রতিবেশীরা। সেই সূত্রে মোমরেজ মাঝে মধ্যে ওই বাড়িতে যেতেন এবং রাতেও অবস্থান করতেন।

সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোমরেজ খালাসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।