ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


হোমনায় ৮ মাসের অন্ত:সত্ত্বা মেয়েটির পুত্র সন্তান প্রসব! পিতৃপরিচয় প্রতিষ্ঠা করার দায়িত্ব কার?


২১ এপ্রিল ২০২৫ ১৩:৫১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১০:১৫

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলংকের বোঝা মাথায় নিয়ে কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি (কুটি পাড়ায়) অবিবাহিত যুবক-যুবতীর অবৈধ মেলামেশায় প্রায় ৮ মাসের অন্ত:সত্ত্বা মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে।

সচেতন মহলের প্রশ্ন- এই নিষ্পাপ শিশুটির পিতৃপরিচয় (মানবাধিকার) প্রতিষ্ঠা করার দায়িত্ব কার?

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার ১৮ এপ্রিল রাতে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে নিষ্পাপ এ শিশুটি জন্মগ্রহণ করে।

প্রসঙ্গত, অভিযুক্ত যুবক একই এলাকার মরম আলীর ছেলে আশিক  (২১)। এ ঘটনা জানাজানি হয়ে গেলে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফা করে দেয়ার অভিযোগ উঠে স্থানীয় মাতব্বর এবং ভিকটিমের বাবা আব্দুর রহিমের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মী এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় ১৫ এপ্রিল,২০২৫ খ্রি. মঙ্গলবার দুপুরে ভিকটিমের বাড়িতে যায় হোমনা থানা পুলিশ। ভিকটিমের বাবা আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে হোমনা থানার এস আই ইহসানকে জানান, 'এলাকার লোকজন বিষয়টি আপস-মীমাংসা করে দিয়েছে। আমরা এ বিষয়ে অভিযোগ করব না।'

উল্লখ্য, বর্তমানে সদ্যোজাত শিশুটিকে বিক্রি বা দত্তক দেওয়ার ষড়যন্ত্র করছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপস-মীমাংসাকারী মাতব্বর ও ভিকটিমের বাবা আব্দুর রহিম।