নকলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার-এঁর সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া (ভিপি), গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মদ ফারদিন হাসান হাসিব ও নকলা উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতী খাদেমুল ইসলামসহ অনেকে।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, পৌর জামায়তের আমির শাহ আলম শাহজাহান, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ফিরোজ, অর্থ সম্পাদক মাওলানা আনসার আলীনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, জামায়াত সদস্য ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।