নাসিরনগর থেকে ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৮ এপ্রিল বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের ব্যাক্তিগত অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি মোঃ খায়রুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফখরুল ইসলাম ইমন উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ১১৮ জনকে আসামী করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। সেই মামলার ৫৩ নম্বর আসামী ইমন। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকা ছাড়া হলেও মামলার আসামী হয়েও ইমন প্রকাশ্যে ঘুড়ে বেড়াতেন। সর্বশেষ, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক কুদ্দুস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী ইমনকে গ্রেফতারে উপজেলা সদরের পশ্চিম পাড়ার এলাকার পশু হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়। সেখানে একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশিরের অফিসের সামনে থেকে পুলিশের হাতে আটক হয় ইমন। তখন সে নিজেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশিরের ভাতিজা হিসেবে পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে আমরা কে এম বশিরের সাথে কথা বলে ইমনের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, ইমন নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ৪ আগস্ট ছাত্রজনতার উপর হামলা ও বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও ইমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে গোপনে সংগঠিত করার কাজ করছে এমন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।