ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নকলায় ২জন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার


১৭ এপ্রিল ২০২৫ ২০:২২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১১:২০

শেরপুরের নকলায় চলমান এসএসসি ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে তাদেরকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক ২ পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তথ্য মতে, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন এবং নকলা মডেল উচ্চ বিদ্যালয় ভ্যানু থেকে নারায়নখেলা উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট কক্ষের কক্ষ প্রত্যবেক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ২ হাজার ৫৬৬ জন এবং একটি কেন্দ্রে ৬৮৯ জন দাখিল পরীক্ষার্থী থাকলেও, এসএসসি পরীক্ষায় মোট ২২ জন এবং দাখিল পরীক্ষায় মোট ৯ জন অনুপস্থিত ছিলো।

কেন্দ্র সচিবগণের দেওয়া তথ্য মতে, এসএসসি ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতায় ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন অনুপস্থিত ছিলো। এছাড়া গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৩ জন, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ জনের মধ্যে ১ জন, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২২ জনের মধ্যে ৫ জন এবং দাখিল পরীক্ষার একমাত্র নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৮৯ পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।