ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পিরোজপুরের নাজিরপুরে সরকারী গাছ কেঁটে নিয়েছে দুর্বৃত্তরা


১৭ এপ্রিল ২০২৫ ১৫:২৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১০:৪২

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিল ডুমরিয়া গ্রামের কালী মন্দিরের (কালীখোলার) উত্তর দিকের রাস্তা হতে শুরু হয়ে শাহাবুদ্দিন মেম্বারের বাড়ির পশ্চিম পাশ পর্যন্ত সরকারী রাস্তার পাশের মোট ৭০ টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গাছগুলোর মধ্যে বেশিরভাগই মেহগনি ও চাম্বল গাছ।

সরেজমিন তদন্তে গিয়ে দেখা যায়, কর্তনকৃত প্রতিটি গাছের গোড়া স্ব-স্ব স্থানে বিদ্যমান রয়েছে। স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এলাকার একটি সংঘবদ্ধ চক্র মোট তিন দফায় প্রকাশ্যে এই গাছগুলি কেটে নিয়ে যায়। এলাকার কয়েকজন বাঁধা প্রদান করলে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বলা হয়েছে, এই বিষয়ে মুখ খুললে তাদের বাড়িঘর ও দোকানপাট লুট করা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই চক্রটি চুরি, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে হয়রানি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত বলে তারা জানান।

৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে প্রতিনিধিকে জানান।

৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল আলম (বাবুল) বলেন "আমি গাছ কাটার বিষয়টি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অরূপ রতন সিংহ স্যার কে অবহিত করলে তিনি তৎক্ষণাৎ লোক পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। এর ১৫/২০ দিন পর এই একই চক্র পুদনরায় গাছ কাটা শুরু করলে ইউএনও মহোদয় আবারও গাছ কাটা বন্ধ করে দেন। এভাবে তিন দফায় এরা মোট ৭০ টি গাছ কেটে নিয়ে গেছে। এলাকাবাসীর সাথে কথা বললে বিষয়টি আরো বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান"।

সহকারী বন সংরক্ষক (পিরোজপুর) মোঃ শামীম রেজা মিঠু গত ০৯-০৪-২৫ ইং তারিখ সরেজমিন তদন্ত করে জানান এই গাছগুলো আমাদের বনায়নের অন্তর্ভুক্ত নয় এগুলো ইউনিয়ন পরিষদের রোপনকৃত গাছ।

নাজিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি'র সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সরেজমিন তদন্তকালে বিক্ষুব্ধ গ্রামবাসী জানান "এই চক্রটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে নানা ধরনের অপকর্মে লিপ্ত আছে। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।