ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


ঝিনাইগাতীতে হাতি তাড়াতে জ্বালানী তেল ও লাইট বিতরণ


১৫ এপ্রিল ২০২৫ ১৯:২১

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ০৫:০০

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতি তাড়াতে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরন করা হয়েছে। উপজেলার সীমান্তে পাহাড়ি গ্রামের হাতি উপদ্রব এলাকার জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের মাঝে এসব জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার রাংটিয়া রেঞ্জ অফিস সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এসময় ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “বনাঞ্চল ঘেঁষা গ্রামগুলোতে রাতের বেলা বন্য হাতির আক্রমণের ঝুঁকি বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় হাতি তাড়াতে ও জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সহায়তাকারি ইআরটি সদস্যদের প্রস্তুত রাখার উদ্দেশ্যই তাদের মধ্যে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হলো।

বন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে পাহাড়ি গ্রামবাসীদের সচেতনতা বৃদ্ধি করতে করনীয় সম্পর্কে সকল কিছু করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি. তানভীর আহমেদ ইমন, সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইআরটি'র সভাপতি, সম্পাদক ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, প্রতিরাতে বনাঞ্চল থেকে হাতির তান্ডব মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, চলতি ইরি বোরো মৌসুমে ধান পেকে উঠার পূর্বেই পাহাড়ি গ্রামগুলোতে আবারও শুরু হয়েছে বন্যহাতির তান্ডব। বন্যহাতির তান্ডবে আতঙ্কে রাত কাটাচ্ছে পাহাড়ী গ্রামবাসীরা। হাতি তাড়াতে গিয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। হাতি তাড়ানোর আলো ও জ্বালানি সংকট দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। তাই জ্বালানি সংকট দূরীকরণের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের ২০টি টর্চ লাইট এবং স্থানীয় জনগণের মাঝে ৭০ লিটার জ্বালানী তেল বিতরণ করা হয়।