ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


১৪ এপ্রিল ২০২৫ ২৩:২০

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ০৫:৫৭

সাতক্ষীরায় আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। নববর্ষকে বরণ করে নিতে ভোর থেকেই সাতক্ষীরার ভেষজ উদ্যানে ভিড় জমান নানা বয়সী মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রবীণরাও উৎসবের আনন্দে শরিক হন।

সোমবার (১৪ এপ্রিল) ভোরের সূচনা সংগীতের মধ্য দিয়ে নববর্ষের আয়োজন শুরু হয়। এরপর আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের বাংলোতে আয়োজন করা হয় পান্তা ভাতের বিশেষ আপ্যায়ন। পাশাপাশি সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মুক্তমঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত, যেখানে স্থানীয় জনগণ একত্রিত হয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানায় বাঙালিয়ানার ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে।