ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


১৪ এপ্রিল ২০২৫ ১৫:০৬

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ০১:৩০

সাতক্ষীরা জেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওঃ আজিজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েইব আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি জয়নাব পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।

সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকল পক্ষের সমন্বিত সহযোগিতা ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণের যৌথ ভূমিকার আহ্বান জানানো হয়।