চাঁদা না পেয়ে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের দালাল বাড়িতে নিজে বসবাস করার জন্য বিল্ডিং নির্মান কাজ শুরু করেন রুবেল। কিন্তু বিশেষ সুবিধা বা মোটা অংকের চাঁদা না পেয়ে নির্মানকাজ বন্ধ করে দিয়াছেন স্থানীয় জালাল দালাল ও তার স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বাহিনী।
গত ৮ মার্চ হামলা চালিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয় তারা । এভাবে স্থানীয় চাদাবাদ ও সন্ত্রসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারী ভুক্তভোগী রুবেল বাদী হয়ে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়াছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে রুবেল প্রায় ১৭ শতাংশ জমি ক্রয় করেন ০৮মার্চ সকালে শ্রমিক দিয়ে কাজ শুরু করলে জালাল দালালের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ঘটনা স্থলে আসে তারা শ্রমিকদরে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়।
ভূক্তভোগী রুবেল জানান বসত বাড়ীতে একটি ভবন নির্মান কাজ করেছি। মিস্ত্রীরা ইটের গাঁথনী কাজ শুরু করলে জালাল দালালের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি দামকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
অভিযক্ত জালাল দালাল এর ছেলে হৃদয় দালাল ঘটনার কথা স্বীকার করে জানান ভবনের অনেকাংশ জমি আমাদের উপর। তাই আমরা ভবনের নির্মান কাজে বন্ধ করে দিয়েছি। চাঁদা চাওয়ার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি অস্কীকার করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।