নকলায় বাকপ্রতিবন্ধী নবদম্পতির পাশে বিএনপি নেতা শিবলু: সর্বমহলে প্রশংসা

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাকপ্রতিবন্ধী কমল মিয়া ও পাশ্ববর্তী জামালপুর জেলার টিকরাকান্দি এলাকার মিম আক্তারের বিয়ে উপলক্ষে বিএনপি নেতা মোকছেদুল হক শিবলু মানবিক ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাকপ্রতিবন্ধী নবদম্পতির বিয়ের সকল ব্যয় বহন করাসহ তাদের জীবনমান উন্নয়নে কমল মিয়ার কর্মসংস্থানের জন্য একটি সেলুন ব্যবসার ব্যবস্থা করেদেন। এছাড়া নিরাপদে বসবাসের জন্য বর-কনে দুই জনের নামে এক শতাংশ করে মোট ২ শতাংশ জমি দান করেন জনবান্ধব নেতা শিবলু। মানবিক ও মহৎ এ কাজের জন্য মোকছেদুল হক শিবলু সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন।
জানা গেছে, শুক্রবার বাকপ্রতিবন্ধী অসহায় বর-কনের বিয়ের সকল ব্যয় বহন করাসহ দুইশতাধিক বরযাত্রীর উন্নত মানের খাবারের আয়োজন করে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন মানবিক বিএনপি নেতা মোকছেদুল হক শিবলু। আর শিবলুর এমন মহতী কাজে সার্বিক সহযোগিতা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ফরাজি।
বিয়ের পরে সর্বস্তরের জনগণ মোকছেদুল হক শিবলুর প্রশংসায় যেন পঞ্চমুখ। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবদম্পতির জন্য দোয়া ও অভিনন্দন জানানোর পাশাপাশি মোকছেদুল হক শিবলুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
অনেকে বলেন, ‘জনবান্ধব বিএনপি নেতা শিবলুর এমন মহৎ কাজের ফলে বাকপ্রতিবন্ধী বর-কনের বন্ধনই শুধু হয়নি, “পিছিয়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা” এটার সুষ্পষ্ট বার্তা বহন করেছে’। তারা আরো বলেন, ‘দেশের সকল সামর্থবান লোক গুলো যদি তাদের আশেপাশের অসহায় দরিদ্র জনগনের পাশে দাঁড়াতেন, তাহলে দেশ আরো দ্রুত উন্নতির দিকে এগিয়ে যেতো’। অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতে সামর্থবানদের প্রতি আহবান জানান তারা।