নড়াইলে পরান চোরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলার আসামি পরান ওরফে পরান চোরকে (২৪) গ্রেপ্তারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। শুক্রবার রাত ৮ টার দিকে নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকা থেকে অর্ধশতাধিক ছাত্রজনতা এ মিছিল শুরু করেন। মিছিলটি রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে অভিযুক্ত পরানের বাড়ি ঘেরাও করে। পরে তারা সেখানে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পরানকে গ্রেফতারের আল্টিমেটাম দেন।
জানা যায়, অভিযুক্ত পরান নড়াইল পৌরসভার ভওয়াখালীর সড়ক ভবনপাড়ার মৃত ওয়াহিদুর রহমানের ছেলে। ইতোপূর্বে তিনি চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন।
এদিন মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ‘পরান চোরের কালোহাত, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘পরান চোরের ঠিকানা, নড়াইলে হবেনা’, ছিনতাইকারীর ঠিকানা, নড়াইলে হবেনা" ইত্যাদি স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবু সালেহ, মো. হৃদয়, হিরক, ফারহান মুন্না প্রমুখ। এসময় ছাত্রনেতা আবু সালেহ বলেন, "জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো চাঁদাবাজ, ছিনতাইকারী ও চোরকে এদেশে থাকতে দেয়া হবেনা। তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে।"
এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সদর থানার মামলা দায়ের হয়। অভিযুক্ত পরান এ মামলার এজাহারনামীয় আসামি।