ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


নৌকা ভ্রমণে গিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ১৫:১৩

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রেমিকের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। অভিযুক্ত প্রেমিক সাদিকুল ইসলাম কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে বালাসীঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী প্রেমিক সাদিকুলের সঙ্গে বালাসীঘাটে বেড়াতে যান। পরে সেখানে নৌকায় ঘুরতে ঘুরতে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রেমিক সাদিকুল ধর্ষণ করেন। ঘটনার পর তরুণী নিজেই ফুলছড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে কনককে গ্রেপ্তার করে।

ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।