ঢাকা রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ১লা বৈশাখ ১৪৩২


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ


৮ এপ্রিল ২০২৫ ২২:৪৭

আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ০৭:২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে নড়াইলে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন এবং এরপরই জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ হাসান ও সদস্য সচিব হামিদুল হক তনুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপরই জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির নেতৃত্ব ভিক্টোরিয়া কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মেহেদী হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক তানভীর সিদ্দিকী আশিক, সদস্য সচিব মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।