নকলায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা

শেরপুরের নকলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়।
মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী, স্থানীয় শিক্ষানুরাগী খন্দকার সালেহীন রাসেল ও বিদায়ী শিক্ষার্থী নুসরত জাহান প্রমুখ। আলোচনা সভার পরে দাখিল-২০২৫ এর বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময়, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য (কো-অপ্ট) খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, ইবতেদায়ী শাখার অভিভাবক প্রতিনিধি মো. ছাইদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে পরীক্ষার্থীদের সাফল্য ও মাদ্রাসাটির উত্তরোত্তর উন্নতি ও বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ফজলুল করিম।