শেরপুরে বাদল হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন

শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় কৃষক লীগ নেতাসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
বাদল হত্যা মামলায় ২৩ জনের মাঝে মোট ছয় জন আসামি গ্রেফতার করা হয় বাকিগুলো এখন পর্যন্ত ধড়াছোয়ার বাহীরে রয়ে গেছে।তার প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার বাদলের নিজ এলাকা ভিমগঞ্জ বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে শেরপুর জেলা প্রশাসন কার্যালয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে নিহত বাদলের স্ত্রী পপি আক্তার বলেন আমার স্বামী নিহত বাদলকে হত্যার পূর্বে তারা আমার স্বামীর দোকান পাঠ ভাংচুর করে অনেক টাকা ক্ষতি করে তার পর আমার স্বামী মামলা করে সেই ক্ষোভে তারা আমার স্বামীকে হত্যা করে। তা ছাড়া আরো বলেন আমার স্বামীকে হত্যার পিছনে নূরে আলমের মাস্টার প্লেন কাজে লাগিয়ে তারা আমার স্বামীকে হত্যা করে। আমার স্বামী হত্যার আসামীদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ মানববন্ধনে শেরপুরের অনেক বিএনপি নেতা উপস্থিত ছিল। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেন নিহত বাদলের পরিবার।