নকলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল : ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরের দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ইসরায়েলের সকল পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে।
এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ সহ বিভিন্ন ইসলামিক স্লোগানের ধ্বনিতে মুখরিত ছিল নকলা শহর। সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ ফিলিস্তিনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্বের মুসলিম জাহানের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় সর্বস্তরের উপস্থিত জনগণ আমিন আমিন ধ্বনিতে এ বিক্ষোভ মিছিলের পক্ষে সমর্থন জানান। তারা ফিলিস্তিনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্বের সকল মুসলিমের শান্তি কামনা করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা জামায়াতের সাবেক আমির মুফতি মাওলানা খাদেমুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ, নকলা পৌরসভার আমির শাহ্ আলম শাহজাহান, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহবায়ক জামায়াত নেতা ইমাদ সোহেল, পাটাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিক আলম, নকলা ইউনিয়নের সভাপতি মাওলানা হুমায়ূন আহমেদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সাবেক শিবির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার মিডিয়া-প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিতসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, নেতা-কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর মুসলিম জনগন উপস্থিত ছিলেন।