ঢাকা সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১


৭ এপ্রিল ২০২৫ ১৫:০৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:৪১

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সাজেদুল ইসলাম (৩০) নামে জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সাজেদুল উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার (৫ এপ্রিল রাতে পুলিশ অভিযান চালিয়ে পাইকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখি মেলার আয়োজন করা হয়। এ মেলায় ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক ইউপি সদস্য আসাদ আলী ছাত্রদল নেতা আনন্দের নেতৃত্বে জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে থানা পুলিশ সন্ধায় থানা পুলিশ পাইকড়া বাজারের জুয়া খেলা বন্ধ করতে যায়। পুলিশ এক জুয়ারিকে আকট ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় জুয়া খেলার অর্ধশত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে আটককৃত জুয়াড়িকে ছিনিয়ে নিয়ে যায়। নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য প্রহৃত হন।

আহত থানার সহকারী পুলিশ পরিদর্শক হারুন অর রশীদ, মো, মনিরুল ইসলাম, কনেষ্টবল, তাজুল ইসলাম, শহিদুল ইসলামও ফরহাদ আলী। আহত পুলিশ কর্মকর্তাগন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এবং হামলাকারিদের হাত থেকে পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৪০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। রাতেই অভিযান চালিয়ে সাজেদুলকে আটক করা হয়। পলাতক থাকায় অন্যান্য আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল-আমিন বলেন জুয়ারীদের হামলায় ৫ জন পুলিশ কর্মকর্তা প্রহৃত হয়েছে। এব্যাপারে জুয়ারিদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারকৃত সাজেদুলকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।