নকলার অসহায় গোপাল পরিবারের পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী

শেরপুরের নকলায় সরকারের দেওয়া আশ্রয়ন প্রকল্পের উপহারের ঘর থেকে সনাতন ধর্মের শ্রী গোপাল চন্দ্র বিশ্বাসের পরিবারকে জোরপূর্বক বের করে দিয়ে মুসলিম এক পরিবারকে ওই ঘরে উঠিয়ে দেওয়ার মৌখিক অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ও লোকমুখে শুনে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শিশু ও বৃদ্ধসহ ভুক্তভোগী ওই পরিবারের ৪জন এলাকার এক বাড়ির আঙ্গীনায় খোলা আকাশের নিচে বসবাস করছেন এমন সংবাদ পেয়ে ওই অসহায় পরিবারের কাছে ছুটে যান তাঁরা।
উপজেলার ২নং নকলা ইউনিয়নের উত্তর নকলা এলাকার (ডাকাতিয়াকান্দা) আশ্রয়ন প্রকল্পে সরকারের উপহার পাওয়া ঘর থেকে অন্যায়ভাবে বিতারিত করা অসহায় পরিবারের খোঁজ খবর নিতে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ছুটেযান কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগর জামায়াত এবং উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, গাজীপুর মহানগর জামায়াতের মজলিসের শূরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরনেতা ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী উপজেলা শাখার সাবেক শিবির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার মিডিয়া-প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, ২নং নকলা ইউনিয়ন জামায়াতের দায়িত্ব শীল চাঁন মিয়া, সুজন মিয়া, লিটন মিয়া ও তোতা মিয়াসহ স্থানীয় জামায়াত নেতা-কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার উত্তর নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকার চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস ২০২২ সালে সরকারের উপহার দেওয়া আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ পেয়ে বৃদ্ধ বাবা, স্ত্রী ও এক সন্তানসহ পরিবারের ৪ সদস্য সেখানে বসবাস করে আসছেন। হঠাৎ বুধবার সকালে ইউনিয়ন বিএনপির এক নেতা অজ্ঞাত কারনে জোরপূর্বক শ্রী গোপাল চন্দ্র বিশ্বাসের পরিবরকে ঘর থেকে বের করে দেওয়ার মৌখিক অভিযোগ সামজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। যা জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীদের নজরে আসে। পরে তাদের সকলের দ্রুত পদক্ষেপের ফলশ্রুতিতে ভুক্তভোগী ওই পরিবারটি নিজেদের ঘরে পুনরায় আশ্রয় নেয়।