ঢাকা মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৬শে চৈত্র ১৪৩১


সাতক্ষীরায় ভেজাল দুধ ও মধু তৈরির উপকরণসহ ২ জন গ্রেফতার


৬ এপ্রিল ২০২৫ ১৭:৫০

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ২৩:৩৭

সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৬০ লিটার ভেজাল দুধ ও মধু তৈরির বিভিন্ন উপকরণসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে সদর উপজেলার হাবাসপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) রুবেল আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কোমল ঘোষের বসতবাড়ির পাশে পুরাতন একটি গোয়াল ঘরে গড়ে তোলা গোপন কারখানা থেকে ভেজাল দুধ ঘি ও মধু তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সপিার মোহাম্মদ মনিরুল ইসলাম। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানোহয়, গ্রেফতারকৃত আসামীরা হলেন কোমল ঘোষ (৩৮) ও দিলীপ ঘোষ (৪৩), দু’জনই হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের পুত্র। এছাড়া উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২৬০ লিটার ভেজাল দুধ, ২০ লিটার ভেজাল ঘি, ১২ লিটার সয়াবিন তেল, ভেজাল ক্রিম, সোডা, কাস্টিক, একটি ভেজাল দুধ প্রস্তুতকারী মেশিন, ডিজিটাল ওজন মিটার এবং একটি বেলেন্ডার মেশিন।

পুলিশ সুপার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, সাতক্ষীরার সদর থানার হাবাসপুর, ফিংড়ী এবং আশাশুনি থানার কচুয়া গ্রামের ৩০ থেকে ৩৫ জন দীর্ঘ দিন যাবৎ তারা ভেজাল দুধ তৈরি করে মিল্ক ভিটা ও ব্র্যাকের দুগ্ধজাত প্রতিষ্ঠান সহ পাশ্ববর্তী বাজারেসহ বিভিন্ন বাজারে সরবরাহ করতো। এ ঘটনায় সাতক্ষীরা থানায় ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি ধারা অনুযায়ী মামলা (নং-০৬, তারিখ ০৬/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।