ঢাকা মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৬শে চৈত্র ১৪৩১


জোড়া খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেফতার


৬ এপ্রিল ২০২৫ ১৬:৫৫

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ২৩:৪৬

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে আটক করে রোববার আদালতে আনা হয়

নগরীতে প্রাইভেটকার ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

একই ঘটনায় গ্রেফতার সাজ্জাদের অন্য দুই সহযোগীর চারদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- মো. বেলাল ও মানিক।

অন্যদিকে নগরীর চান্দগাঁওতে তাহসিন হত্যা মামলায় ছোট সাজ্জাদের ফের পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আরেকটি আদালত।

রোববার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ পৃথকভাবে এসব আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বাকলিয়ায় প্রাইভেটকারকে ধাওয়া করে খুনের মামলায় গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

তিনি জানান, একইদিন ছোট সাজ্জাদকে চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটর সাইকেলে থাকা সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুজন নিহত ও দুজন আহত হন।

ছোট সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসেন বাবলা সাজ্জাদকে পুলিশের কাছে ধরিয়ে দেন বলে তার সন্দেহ ছিল। এজন্য সরোয়ারকে টার্গেট করে ছোট সাজ্জাদের অনুসারী সন্ত্রাসীরা কারে গুলিবর্ষণ করে। সেদিন ওই প্রাইভেটকারে চালকের পাশে সরোয়ার থাকলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) অভিযান চালিয়ে মো. বেলাল ও মানিককে গ্রেফতার করেছিল পুলিশ।

জানা যায়, ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেন বাবলার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলছে। সেই বিরোধে এর আগেও হত্যাকাণ্ড ঘটেছে।

গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর সরোয়ার ও সাজ্জাদের বিরোধ নতুন মাত্রা পায়।

এদিকে জোড়া খুনের ঘটনায় নিহত বখতেয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করেছিলেন। এতে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ ৭ জনকে আসামি করা হয়।