ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


কক্সবাজারে বিরোধের জেরে জামায়াত নেতার ছেলেসহ নিহত ৩


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫ ১৩:২৬

নিহত আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী তিনজন নিহতের খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের একটি জায়গা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে সংঘর্ষ শুরু হয়। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেকে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।