ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নকলায় বিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে ৬১৪টি স্মারক প্রদান


২ এপ্রিল ২০২৫ ২০:০৮

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ২০:০৮

শেরপুরের নকলা উপজেলা পাঠাকাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পুর্তি তথা রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৩ পর্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির মধ্যে প্রথম পর্বে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অতিথি ও অংশগ্রহণকারীদের আসন গ্রহণ, ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এবং উদ্বোধন ঘোষণা; সাড়ে ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত দাতা-প্রতিষ্ঠাতাসহ শিক্ষার্থী ও বিদ্যালয় সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিগনের রুহের মাগফিরাত এবং অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া; ৯টা ৪০ থেকে ১১টা ৪০ পর্যন্ত শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ আলোচনা সভা ও সম্মাননা-শুভেচ্ছা-অভিনন্দন স্মারক প্রদান এবং ১১টা ৪০ থেকে ১১টা ৫০ পর্যন্ত স্মরণিকার মোড়ক উন্মুচন।

দ্বিতীয় পর্বে ১১টা ৫০ থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও তাদের সন্তানদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও নিবন্ধনকারীদের মধ্য যেমন খুশি তেমন সাজ পরিবেশনা; এর পরে এক ঘন্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে ২টা ৪০ পর্যন্ত রেজিষ্ট্রেশনকারীদের মধ্যে র‌্যাফেল ড্র।

তৃতীয় পর্বে দুপুর ২টা ৪০ থেকে বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধনকারী ও শিশু শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান; বিকেল ৪টা থেকে ৫টা ৫০ পর্যন্ত আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫টা ৫০ থেকে ৬টা ১৫ পর্যন্ত বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সবশেষে ৬টা ২০মিনিটে অনুষ্ঠানের সমাপণী ঘোষণা ছিলো উল্লেখযোগ্য।

মো. সাইফুল ইসলাম ও মনিমালা ইসলাম মনিকা’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬১৪ জনকে স্মারক প্রদান করা হয়। এরমধ্যে, জমিদাতা মরণোত্তর সম্মাননা স্মারক ৫টি ও জমিদাতা জীবিত সম্মাননা স্মারক ২টি; প্রশাসনিক শুভেচ্ছা স্মারক ৩টি ও সাধারন শুভেচ্ছা স্মারক ১৯টি; রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৫৬৯জন রেজিষ্ট্রেশনকারীকে অভিনন্দন স্মারক ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৬ গুণিজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় রজতজয়ন্তী উদযাপন কমিটি ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির সকল সদস্যবৃন্দসহ বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও তাদের সন্তানরা, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় এই প্রথম কোন একটি অনুষ্ঠানে একসাথে এতগুলো স্মারক প্রদান করা হলো।