নকলায় স্মরণিকার মোড়ক উন্মোচন

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘হৃদ্যতার টানে স্কুলের পানে, এসো মিলি মেলবন্ধনে’ এই শ্লোগানকে ধারন করে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মুচন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরের দিকে বিদ্যালয় মাঠে রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে মোড়ক উন্মুচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আয়োজনে মোড়ক উন্মুচন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এস.এম.ডি হাফিজ।
এসময় স্মরণিকা প্রস্তুত উপ-কমিটির আহবায়ক ও স্মরণিকার সম্পাদক মাজহারুল ইসলাম লালন, স্মরণিকা প্রস্তুত উপ-কমিটির সদস্য সচিব ও স্মরণিকার সহযোগী সম্পাদক সেলিম রেজা, ধুকুড়িয়া এ-জেড টেকনক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আলম, নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াদুদ হোসেন শামীম, সাবেক সহকারী শিক্ষক ও গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম, ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মো. জামান মিয়া ও সদস্য সচিব মো. মনির হোসেন মনি; শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটির আহবায়ক মো. সোহেল রানা ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন; ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মো. জহিরুল আলম ও সদস্য সচিব মো. আরিফ মিয়া, অর্থ ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব মো. মাহমুদুল হাসান মাহিন; বিজ্ঞাপন, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম লালন ও সদস্য সচিব মো. জোবায়েদ হোসেন, সাজসজ্জা ও স্থান প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব মো. বাবুল হাসান, প্রযুক্তি এবং অডিও-ভিজ্যুাল উপ-কমিটির আহবায়ক মো. আব্দুল হালিম ও সদস্য সচিব নাঈম উদ্দিন লিটু; অতিথি আমন্ত্রণ, সন্মাননা ও অভ্যর্থনা উপকমিটির আহবায়ক মো. আবু সাঈদ ও সদস্য সচিব আরিফ হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ডা. মোহাম্মদ শরীফ আহমেদ ও সদস্য সচিব রেদোয়ান আহমেদ রিফাত, স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক মোক্তার হোসেন শামীম ও সদস্য সচিব হাসনাত মাহমুদ হিমেল, আইটি এক্সপার্ট সাব-কমিটির আহবায়ক রিংকন পবলু ও সদস্য সচিব মাজহারুল ইসলাম এবং নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদ মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী মন্ডল ও তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও ইউটিউবারগন উপস্থিত ছিলেন।
স্মরণিকাটি নিজ উপজেলা ও নিজ বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বিষয়ক লেখা, কবিতা, ছড়া, ছোট গল্প, কৌতুক, রম্যসহ বিভিন্ন শিক্ষণীয় বিষয়াবলী দিয়ে সাজানো হয়। এতে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের লেখা স্থান পায়।