নড়াইল সদর উপজেলা বৈষম্যবিরোধীর ঈদ উপহার বিতরণ

নড়াইল সদর উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহায় এবং দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৩০ মার্চ) সংগঠনটির সদর উপজেলা আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনের নেতৃত্বে নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক দুঃস্থ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, তাদের বিতরণকৃত পাঁচশত টাকার এই ঈদ উপহার প্যাকেজের মধ্যে ছিল লাচ্ছা সেমাই, গুড়া দুধ, সয়াবিন তৈল, চিনি, পোলাও চাল, কিসমিস ও সাবান।
এসব উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল সদর উপজেলা কমিটির সদস্য সচিব আশিকুর রহমান দিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন শেখ, আল আমিন মন্ডল, যুগ্ম সদস্য সচিব আব্দুল কাদের, সংগঠক এস কে তাফহিম প্রমুখ।
কর্মসূচির সম্পর্কে সদর উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুন বলেন, ঈদ আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা আনন্দের উৎসব। তাই সেই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা। ঈদ যেন ধনী-গরীব প্রত্যেকের ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে দিতে পারে এজন্য আমাদের এই আয়োজন।