সুবিধা বঞ্চিতদের মাঝে ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুরের ঈদ উপহার বিতরণ

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
৩০ মার্চ ২০২৫ রবিবার বিকাল ৩টায় সময় শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে প্রায় এক লাখ টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মো. জাফরুল হাসান (টুটন) এর
সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর উপদেষ্টা মো. শফিকুল ইসলাম খান সজীব, সহ সভাপতি মাহবুব রবিন,যুগ্ম- সাধারণ সম্পাদক অন্যতম ফয়সাল সরকার, শুভাকাঙ্ক্ষী জেনায়েদ খালিদ,সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান সুমিল, কোষাধ্যক্ষ মো. মানিক আলী,ক্রীড়া সম্পাদক, রফিকুল ইসলাম শিপন, দপ্তর সম্পাদক, মাহিন হোসেন সিফাত,সদস্য বিবিজে বাঁধন সরকার, সদস্য ফাওজান ইসলাম রিফাত,সদস্য সাবিত হাসান,সদস্য জাহিদুল ইসলাম সাজ্জাদ,প্রস্তবিত সদস্য এম এইচ লালনসহ স্হানীয় শুভাকাঙ্ক্ষীগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন লিয়ন। সামাজিক এই ক্লাবটির সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে স্হানীয় ও শহরবাসী ভূয়সী প্রশংসা করেন।