নকলার ঐতিহ্যবাহী নবদিগন্ত একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল

প্রতি বছরের ন্যায় এবারো শেরপুরের নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়াস্থ ঐতিহ্যবাহী নবদিগন্ত একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান আকন্দ-এঁর সভাপতিত্বে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আব্দুস সবুর রনি, ব্যাংক কর্মকর্তা খন্দকার সারোয়ার জাহান নিঝুম, একাডেমী পরিচালনা পরিষদের সদস্য মজিবর রহমান ও নূর ইসলামসহ একাডেমী পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্খী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে স্থানীয় এক ইসলামিক স্কলার উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ-জাতির মঙ্গল কামনায় ও একাডেমীর সার্বিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক সাড়িতে বসে ইফতার গ্রহন করেন।