ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


নকলার ঐতিহ্যবাহী নবদিগন্ত একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল


২৯ মার্চ ২০২৫ ১১:২৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৪৮

প্রতি বছরের ন্যায় এবারো শেরপুরের নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়াস্থ ঐতিহ্যবাহী নবদিগন্ত একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান আকন্দ-এঁর সভাপতিত্বে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আব্দুস সবুর রনি, ব্যাংক কর্মকর্তা খন্দকার সারোয়ার জাহান নিঝুম, একাডেমী পরিচালনা পরিষদের সদস্য মজিবর রহমান ও নূর ইসলামসহ একাডেমী পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্খী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে স্থানীয় এক ইসলামিক স্কলার উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ-জাতির মঙ্গল কামনায় ও একাডেমীর সার্বিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক সাড়িতে বসে ইফতার গ্রহন করেন।