নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরের নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া (ভিপি) এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ ফারদিন হাসান হাসিন।
উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, হেফাজতে ইসলাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য রাব্বেনুর চৌধুরী, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা ও উপজেলা যুবদলের নেতা মো. মামুন হোসেন প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, উপজেলা হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে স্থানীয় এক ইসলামিক স্কলার উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক সামিয়ানার নিচে বসে ইফতার গ্রহন করেন।