নকলায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শেরপুরের নকলায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার গড়েরগাঁও মোড়ের সাব্বির একাডেমী চত্বরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার আয়োজনে ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার আহবায়ক আব্দুলআল্লাহ আল-আমিন’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেরপুরের মাদার তেরেসা হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ।
এসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সদস্য নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সদস্য ও তরুণ সাংবাদিক হাসান মিয়া, নকলা উপজেলা শাখার সদস্য ও তরুণ সাংবাদিক লিমন আহমেদ, নকলা উপজেলা শাখার সদস্য ইমাম হাসান সাব্বিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র অসহায় পরিবারের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।