রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব নামে এক ব্যক্তি আটক

কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলাতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা।
রৌমারীতে আটকৃত মাদক ব্যবসায়ী রাকিব হোসেন (২৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড় বাড়ি এলাকার শহীদুল্লাহ'র ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সম্রাট রাকিব হোসেনকে আটক করা পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরও জানান, ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।