সাভারে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

ঈদের ছুটি ১০ দিন বাড়ানো এবং চলতি মাসের বেতন ও বোনাসসহ একাধিক দাবিতে সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে অফিসগামী যাত্রী ও সড়ক ব্যবহারকারীদের জন্য চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হেমায়েতপুরের ঋষিপাড়ায় ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা। এসময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটির জন্য ১০ দিন এবং চলতি মাসের বেতন দাবিতে গতকাল সোমবার তারা আন্দোলন শুরু করলে পুলিশ ছয় শ্রমিককে আটক করে। আটকদের মুক্তি এবং দাবিগুলি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তারা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন।