ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নাগেশ্বরীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


২৫ মার্চ ২০২৫ ০০:৫১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০৮

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই হলো- রিয়া মণি (৪), ও আতিকুর রহমান (৫)।

উভয় মামাতো-ফুফাতো ভাইবোন। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়ামণি ওই ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে এবং একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে আতিকুর তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। এরপর ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশে খালে পড়ে দুভাই-বোন পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে খালের পানিতে ভাসতে দেখে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় শিশুর সুরতহাল রিপোর্ট হয়েছে। তবে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।