শেরপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
শেরপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

শেরপুর জেলা জামায়াত ইসলামীর উদ্দ্যোগে রাজনৈতিক নেতৃব্ন্দ ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের সম্মানে ২৪ মার্চ সোমবার শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আমির বাংলাদেশ জামায়েত ইসলামী শেরপুর জেলা শাখা মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্তে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়।
‘হে ঈমানদারগন তোমাদের উপরনরোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরজ করা হয়েছিলো। এ থেকে আসা করা যায়, তোমাদের মধ্যে তাকওয়া গুনাবলী সৃষ্টি হয়ে যাবে’। সূরা বাকারার এ আয়াতকে সামনে রেখে বাংলাদেশ জামায়েত ইসলামী শেরপুর জেলা শাখা সারা মাস ব্যাপি বিভিন্ন যায়গায় ইফতার মাহফিল আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার বিশিষ্ঠ্য জন ও সাংবাদিক বৃন্দদের নিয়ে এ ইফতার মাহফিল আয়োজন করেন। আসরের নামাজের পর থেকে সকলে দলে দলে এ ইফতার মাহফিলে আসতে থাকে। যেন এটি এক মিলন মেলায় পরিনত হয়েছিল এ ইফতার মাহফিল উপলক্ষে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ সানাউল্লাহ আহাম্মদ। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রিয় সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির হাফেজ রাশেদুল ইসলাম, তিনি বলেন রমজান মাস কোরআন নাযিলের মাস তাই সকলে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। ইসলাম প্রতিষ্ঠা করতে এ দলের অনেকেই শাহাদাৎ বরন করেছেন।
তিনি আরো বলেন আসুন আমরা সকলে সচেতন হই যেন এ দেশে আবার ফেসিস্ট সরকার আস্তানা গড়তে না পারে। দেশকে এগিয়ে নিতে হলে কোরআন দিয়ে দেশ চালাতে হবে তাই আপনারা সকলে জামায়াত ইসলামের সাথে থাকুন কারন বাংলাদেশ জামায়েত ইসলাম কোরআনে অনুসরনকরি দল। এ ইফতার মাহফিলে মোনাজাত পরিবেশন করেন জামায়েত ইসলামির শুরা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল বাতেন। এ ইফতার মাহফিলে শেরপুরের বিশিষ্ঠ্য ব্যাবসায়িগন, প্রশাসন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।