ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


নাগেশ্বরীতে মাদ্রাসাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


২৩ মার্চ ২০২৫ ১৫:৩৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৪৩

নাগেশ্বরী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাশ সহ পাঁচ দফা দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সাধারণ জনগণ অংশ নেন।

৫ দফা দাবিসমূহ:
১. প্রকল্পটি স্থায়ীকরণ করতে হবে এবং কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে বাস্তবায়ন করা যাবে না।
২. মাহে রমজানের মধ্যেই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (০৮ পর্যায়) পাস করতে হবে।৩. শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
৪. প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্র হস্তান্তরের সুযোগ দিতে হবে।
৫. শিক্ষক-শিক্ষিকারা অসুস্থ, অবসরপ্রাপ্ত বা মৃত্যুবরণ করলে একটি শিক্ষক তহবিল গঠন করে এককালীন আর্থিক সহায়তা দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে প্রকল্পটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে এটি পাস করা হোক।

এ সময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন এবং সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।