ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


৪০তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাসুদ-রৌশন


২৩ মার্চ ২০২৫ ১৪:১৩

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:০১

৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে।

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।

শনিবার (২২ মার্চ) দিনব্যাপী ভোটাভুটির মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাত দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।