ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে নদী রক্ষার দাবিতে মানববন্ধন


২২ মার্চ ২০২৫ ২৩:৪৫

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ০০:২২

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বেতনা-মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা উপজেলা যুব পানি কমিটির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা উত্তরণ ও টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (SRBM)-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব পানি কমিটির আল ইমরান ও সঞ্চালনা করেন সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এছাড়া, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, যুব পানি কমিটির সুমা খাতুন, মো. ফাতিনসহ স্থানীয় পরিবেশকর্মী, সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত বাঁধের কারণে বেতনা ও মরিচ্চাপ নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যা নদীগুলোকে মৃতপ্রায় করে তুলেছে। দ্রুত টিআরএম বাস্তবায়ন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

এছাড়া, বক্তারা সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। অতি বৃষ্টি, নদীর নাব্যতা হ্রাস ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত টিআরএম চালু, নদী খনন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।