শেরপুরে কামারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের সদর উপজেলর কামারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ৩১দফা বাস্তবায়নের জন্য মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
২২ মার্চ শনিবার বিকালে কামারিয়া ইউনিয়নের আলীনাপড়া তারাকান্দী বাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মতবিনিময়, ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে ১২ নং কামারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোস্তফা জামান বিপ্লব এর সঞ্চলনায়, ১২ নং কামারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহব্বায়ক এনামুল হক রাজুর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তিনি বলেন শেরপুরের মাটিতে বিএনপির শক্ত অবস্থান আছে আরও শক্ত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা আমাদের মেনে চলতে হবে তিনি যাকে শেরপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনিত করবেন তার পিছনে আমরা রাজনিতি করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি উজ্জল আলম,শেরপুর জেলা জিসাস এর সিনিয়র সহ সভাপতি আজবাহার সিদ্দিক বাহার ,তারেক পরিষদের শেরপুর জেলার সাবেক সভাপতি জাকির হুসেন ,শেরপুর থানা যুবদলের সদস্য সোহেল রানা, কামারিয়া ইউনিয়ন যুবদলের আহব্বায়ক জাকির হুসেন শ্যামল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হৃদয় হাসান,ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আনিসুর রহমান আনিস যুগ্ন আহব্বায়ক সুজন মিয়া,ইউনিয় যুবদলের যুগ্ন আহব্বায়ক মাজহারুল ইসলাম মন্জু। আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক আব্দুল কাদির,সদস্য সচিব রাকিবুল হাসান রাজিব।
তাছাড়া প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত থানা বিএনপির নেতা গোলাম জাকারিয়া বাদলের সহধর্মিনি পপি বেগম তিনি তার স্বামী হত্যার অতি দ্রুত বিচার দাবি করেন এবং তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চান।
আলীনাপাড়া তারাকান্দী বাজারে ইউনিয়ন বি এনপির কার্যালয়ে ইফতারের আগ মূহুর্তে সকল সদস্যগন উপস্থিত হয়। অনুষ্ঠানে ইফতারের আগ মূহুর্তে দেশ নায়ক তারেক রহমান ও তার পরিবারের জন্য মোনাজাত পরিবেশন করেন এনামূল হক রাজু।