ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


ফিলিস্তিনের জনগনের উপর হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল


২২ মার্চ ২০২৫ ২৩:৩৭

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:০৮

বিশ্ব মাববতার শত্রু ইসরাইল ফিলিস্তীনের গাজায় বর্বরোচিত, নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে" ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ১১ টা সময় ঝিনাইগাতী বাজার ধানহাটি মোড়ে হেফাজতে ইসলামসহ সকল তৌহিদি জনতা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান। ঝিনাইগাতী উপজেলা শাখা হেফাজতে ইসলামের সভাপতি মুফতী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক,

বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা ছফির উদ্দিন,স্থানীয় ইউপি সদস্য মো, জাহিদুল হক মনির, সদর ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান, উপজেলা হেফাজতে ইসলামের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, ধানশাইল ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফি,উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা শাখা নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ মানোয়ার হোসেন, ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো, লুৎফর রহমান লাজু প্রমুখ।

ইসরাইল কর্তৃক ফিলিস্তীনের গাজায়, বর্বরোচিত নজিরহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ জানান। কোকা-কোলা সহ ইসরাইলের সকল পণ্য সমূহ বর্জনের ডাক দেন বক্তারা। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও তৌহিদী জনতা অংশ নেন। প্রতিবাদ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।