ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


বিএনপি জনগনের দল, তারা সন্ত্রাসী, চাঁদাবাজি পছন্দ করেনা এবং তাদেরকে প্রশ্রয়ও দেয়না: আব্দুল্লাহ আল বেরুনী সৈকত


২২ মার্চ ২০২৫ ১৫:৪৪

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৪৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর -২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং নেছারাবাদ উপজেলার তরুণ উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের পক্ষে শুক্রবার (২১ মার্চ) নেছারাবাদের ১ নং বলদিয়া ইউনিয়নে বিন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের গনঅভ্যুত্থানে সকল শহীদ নেতা কর্মীর আত্মার মাগফিরাত এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, বিএনপি জনগনের দল, তারা সন্ত্রাসী, চাঁদাবাজি পছন্দ করেনা এবং সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয়ও দেয়না।

দলের ভেতরে কেউ যদি কোনো প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজি, অপকর্ম করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদি দলের পক্ষ থেকে কঠোর হস্তে দমন করা হবে। এমনকি দল থেকে বহিষ্কারের নির্দেশনাও রয়েছে।

এলাকায় কেউ দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করলে সাথে সাথে একশন নিতে আমরা প্রস্তুত। দলীয় ঐক্য বজায় রেখে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করতে হবে। একটি সুশৃঙ্খল কমিটি গঠনের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে সকলকে ভূমিকা রাখতে হবে। গত তিন বছর আগে থেকে যারা বিএনপিতে আছেন তাদেরকে কমিটিতে সদস্য পদে রাখার অনুরোধ জানান।

বিএনপির দলীয় কর্মকাণ্ড ও নির্দেশনার ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে, জাতীয় স্বার্থে দেশের স্বার্থে দলের স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখতে হবে এবং তারেক রহমানের দেওয়া সকল নির্দেশনা মেনে বাংলাদেশ জাতীয়তাবাদি দলকে (বিএনপি) আরো সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে হবে। আমরা সাংগঠনিকভাবে সুসংগঠিত না থাকতে পারলে আবারো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দুর্নীতি, গুম, খুন ও বিভিন্ন অরাজকতার রাজনীতির অনুপ্রবেশ ঘটতে পারে। তাহলে এ দেশ আরো অস্থিতিশীল পরিস্থিতিতে পড়বে। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের করে জনগনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারো রাজপথে আন্দোলনে নামতে পিছপা হবোনা। তিনি বলেন, এখনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা আমাদের সঙ্গে মিশে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের বিষয়ে সবাই সতর্ক থাকবেন। সামনে নির্বাচন, আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

পরিশেষে প্রধান অতিথি "আব্দুল্লাহ আল বেরুনী সৈকত" তার মূল্যবান বক্তব্যে আরো বলেন, আমি নেছারাবাদের বলদিয়া ইউনিয়নকে একটু আলাদাভাবেই মূল্যায়ন করি, তাই আজ আপনাদের ডাকে রাজি হয়ে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামীতেও সকল কর্মকান্ডে আপনারা আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। দলের ভিতরে বিভিন্ন গ্রুপিং এর সৃষ্টি না করে আসুন আমরা সকলে মিলে দলের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যের ভিত্তিতে কাজ করি এবং দল থেকে যাকে নমিনেশন দিবে তার পক্ষেই কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

হাজারো মানুষের অংশগ্রহণে নেছারাবাদ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ শরিফ নাজমুল আহসান দুলালের সভাপতিত্বে ও বলদিয়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমাম আকন, মোঃ শাহিন তালুকদার, মোঃ ইশতিয়াক আহমেদ সোহাগ মিয়া, মোঃ মাসফিক সোহেল, মোঃ রাজীব রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম বিপ্লব, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম নিপু ও মোঃ হুমায়ুন কবির সহ উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।