ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


কু‌ষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক আহত


২২ মার্চ ২০২৫ ১৫:৩৪

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৫২

আহত চালক‌ আমজাদ হোসেন (৫৫)। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কু‌ষ্টিয়া‌র মিরপুর উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাস ও ট্রাক থেকে টাকা ও মালপত্র লুট করা হয়।

শ‌নিবার (২২ মার্চ) ভোর রাতে উপজেলার কু‌ষ্টিয়া-‌মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বট‌তলায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় বাসের চালক‌ আমজাদ হোসেন (৫৫) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

ডাকাতের কবলে পড়া এস‌বি সুপার ডিলাক্স বাসের চালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে বাসটি কু‌ষ্টিয়ার উদ্দেশে রাত ১১টার দিকে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টা‌রে রাত সা‌ড়ে ৩টায় যাত্রী না‌মিয়ে মে‌হে‌রপু‌র কাউন্টা‌রে যাওয়ার সময় মিরপুর উপজেলার ভাঙা বট‌তলায় পৌঁছালে সড়কে গাছ ও এক‌টি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এ সময় একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গা‌ড়ি থামা‌তে ব‌লে। আমি বাধা দি‌লে আমাকে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কোপ দেয়। অস্ত্রের মুখে যাত্রী ও বা‌সের স্টাফদের মারধর ক‌রে তা‌দের কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান বলেন, রাতে আহত অবস্থায় একজন ভর্তি হয়েছে। তার হাতের রগ কেটে গেছে। অপারেশনের জন্য প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।